• dhssherpur@gmail.com
  • 01309119719
Logo

দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয়

বিদ্যালয় কোড: , EIIN No-,119719 স্থাপিত: খ্রি.

  • অফিস: লোকেশন
  • দোয়ালসাড়া,শেরপুর,বগুাড়া
  • দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয় সংক্ষিপ্ত ইতিহাস

    প্রতিষ্ঠান পরিচিতি:

    প্রধান শিক্ষকের বাণী

    বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের অন্তর্গত দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয় একটি অগ্রসরমান শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি ২০০৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের SESIP (সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রজেক্ট) এর আওতায় "Under Served Union" প্রকল্পের অধীনে দোয়ালসাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয়।

    প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ০১/০১/২০০৬ খ্রি. তারিখে পাঠদান অনুমতির মাধ্যমে স্বীকৃতি লাভ করে এবং ০১/০১/২০০৭ খ্রি. তারিখে একাডেমিক স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০০৮ সালে এমপিওভুক্ত (MPO) হয়ে শিক্ষা কার্যক্রমে আরও গতি পায়।

    বর্তমানে দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আলোকবর্তিকা হিসেবে উজ্জ্বল ভূমিকা রাখছে।

    আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।